হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

রাশিয়ান প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ডকে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। দেশটি রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এই ব্যবস্থা নিয়েছে মস্কো । হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই নিয়ে ইউরোপের চার দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করলো মস্কো।

গ্যাজপ্রম বলেছে, ৩০ মে ব্যবসায়িক লেনদেনের শেষদিন থাকলেও তারা হল্যান্ডের গাস আমদানিকারক কোম্পানি গ্যাস টেরার কাছ থেকে গ্যাসের দাম পায়নি। এ কারণে গ্যাজপ্রম হল্যান্ডের কোম্পানিকে গ্যাসের সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে।

গ্রাজপ্রমের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে হবে।

এর আগে হল্যান্ডের ওই কোম্পানি গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছিল গ্যাজপ্রম এক্সপোর্ট এর কাছে। তারা বলেছে, রুবলে গ্যাসের দাম পরিশোধ করলে পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নজিরবিহীনভাবে হাজারও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে রাশিয়া বলেছে, অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়া থেকে কেনা তেল এবং গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে।

সূত্র: রয়টার্স।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.