
কঠিন আর্থিক সঙ্কটের জেরে গত মাস জুড়ে প্রতিবাদ-আন্দোলন তীব্র হয়েছে শ্রীলঙ্কায়। কয়েক সপ্তাহ ধরে সেই আন্দোলন ক্রমশ হিংসাশ্রয়ী হয়ে উঠেছে। সেই সব হিংসাশ্রয়ী আন্দোলনের ভিডিয়ো নেটমাধ্যমে প্রতিদিন ছড়িয়ে পড়ছে। তেমনই এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রাক্তন এক মন্ত্রীর বাড়ির সামনে রাখা গাড়ি ধাক্কা দিয়ে সামনের জলাশয়ে ফেলে দিচ্ছেন বিভোক্ষকারীরা।
ওই জলাশয়ে অবশ্য আগে থেকেই একাধিক গাড়ি পড়ে রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে শুধু মন্ত্রীর গাড়িই নয় একাধিক গাড়ি জলে ফেলা হয়েছে আগে থেকেই।
ভিডিয়োটি নেটমাধ্যমে শেয়ার করেছেন এক শ্রীলঙ্কাবাসী। ওই ভিডিয়োটির শেষে রয়েছে এক আন্দোলনকারীর সাক্ষাৎকার। তিনি বলছেন, ‘‘গ্যাস নেই, জ্বালানি নেই, এমনকি জরুরি ওষুধও নেই। সাধারণ মানুষ একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন।’’