
কাব্যকথা জেদ ধরেছে
পুষবে ওরা হাতি
তাইতো বাবা যাচ্ছে হাটে
মাথায় দিয়ে ছাতি।
কাব্যকথা যাচ্ছে হাটে
বাবার সাথে সাথে
হাতির পিঠে উঠবে বসে
কান ধরিবে হাতে।
এদিক খোঁজে, ওদিক খোঁজে
হাতি কোথাও নাই
নিজে নিজেই বলছে বাবা
হাতি কোথায় পাই?
মহিষ দেখে গরু দেখে
ওরা ভাবে হাতি
বলছে বাবা লেজ ধরোনা
মারবে জোড়ে লাথি।
ভয়ে বাবার হাত ছাড়েনা
দুজন ওঠে কোলে
আনন্দে তাই পৃথিবীটা
উঠলোযে আজ দোলে।
হাতি নিয়ে যাবেই বাড়ী
রাখবে খাটের তলায়
হাতদিয়ে তাই শক্ত করে
ধরছে বাবার গলায়।
পাখি দেখে পায়রা দেখে
জ্যান্ত হাতি নাই
খেলনা হাতি বাবা ওদের
কিনে দিলেন তাই।
কাব্যকথা খেলনা হাতি
হাতে নিয়ে কাঁদে
ফেরার পথে হাতিদুটো
মারলো ছুঁড়ে খাঁদে।