
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক। করোনা মহামারির সময় তা তিনি প্রমাণ করেছেন। জীবন ও জীবিকার যে দর্শন তা পৃথিবীর আর কেউ দিতে পারেনি। দিয়েছেন শুধু শেখ হাসিনা। আমরা সেই দর্শনে বিশ্বাস করি।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের জীবিকার ওপর কখনো আঘাত হবে না। আপনাদের জীবন কার্যক্রম সঠিক রেখেই আমাদের নদীবন্দর কার্যক্রম চলছে। শুধু আপনাদের সহযোগিতার দরকার। একটা কথা মনে রাখতে হবে, বর্তমান সরকার জনবান্ধব। জনগণ আমাদের প্রতিপক্ষ নয়। জনগণের কাজগুলো শুধু সমন্বয় করার দায়িত্ব আমাদের। জনগণ যাতে শান্তিতে শিক্ষা, স্বাস্থ্যসহ নৌপথ সঠিকভাবে ব্যবহার করতে পারে। সেই দায়িত্ব থেকে বিআইডাব্লিউটিএ কাজ করে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) উদ্যোগে আরিচা ঘাটে বিআইডাব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি নেতারা চায় বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো হোক। তারা চায় দেশ দরিদ্র থাকুক। মানুষ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। আর এটাই বিএনপির রাজনীতি। এগুলো করে বলেই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে নৌ খাতসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। অথচ বিএনপি ষড়যন্ত্র করে এই উন্নয়ন থামিয়ে দিতে চায়। দেশকে বিপদে ফেলতে চায়।
তিনি আরো বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটকে বিশ্বমানের নদীবন্দর করতে প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আধুনিকায়ন করা হবে আরিচা-কাজীরহাট নৌরুটকে।
বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবণী, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউর রহমান খান জানু, ইউএনও জাহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা ফাহিম খান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।