
প্রবাসী বাংলাদেশীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের উদ্যোগে লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারের মিলনায়তনে স্বাধীনতা দিবস উদযাপন এবং ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সমমনা দেয়া হয়েছে , কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের সভাপতি আবু আহমেদ খিজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কানেক্ট বাংলাদেশের সাধারন সম্পাদক ডঃ মাহমুদুর রহমান মান্না , এবং বিশেষ অতিথি আহবাব হোসাইন ।
বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন , একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে প্রবাসী বাংলাদেশীরা সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছে এবং আগামীতেও থাকবে । তারা বলেন ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি , এখন রেমিটেণশ যোদ্ধারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করে দেশকে সমৃদ্ধ করছে , তারা বলেন যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম , সেই স্বপ্নকে সফল করতে হবে । সভায় ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মান সূচক ক্রেস্ট প্রদান করা হয় । সম্মানিত মুক্তিযোদ্ধারা হলেন এমডি খলিল কাজী, ফাইজুর রহমান খান, আবু আহমেদ খিজির ,সৈয়দ আব্দুল মাবুদ, ডঃ রফিকুল হাসান খান , ডঃ মাহমুদুর রহমান , মোহাম্মদ রবি উল্লাহ , মিস গুল নাহার খান , আনোয়ারউল হক , শেফালী হক , ফেরদাউস আলম খান ।