
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহতের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং ফরাসি সাহিত্যের অন্যতম কবি ও অনুবাদক, প্রাবন্ধিক ও শিল্প-সমালোচক শার্ল-পিয়ের বোদলেয়ারের (Charles-Pierre Baudelaire) জন্মবার্ষিকী স্মরণ করে গত ১০ এপ্রিল ২০২২, রবিবার সন্ধ্যায় “যুদ্ধ নয় সাম্য ও সংযমে প্রস্ফুটিত হোক ধরনী” শিরোনামে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল “কবিতায় আড্ডা”র নিয়মিত আয়োজন, কবিতা ও সাহিত্য আড্ডা। যুদ্ধের বদলে সংলাপ, প্রতিহিংসার পরিবর্তে সাম্যভিত্তিক সমাজ তথা বিশ্ববিনির্মাণে সংযমী মনোভাব তৈরির আশাবাদ ব্যক্ত করে ফ্রান্সে বসবাসরত আবৃত্তি কর্মী, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতি অনুরাগীদের অংশগহণে অনুষ্ঠিত কবিতায় আড্ডা।

সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় এবং সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুরাগী হাসনাত জাহান, আবৃত্তি শিল্পী মুনির কাদের, জুয়েল দাস রায় লেনিন, সাইফুল ইসলাম, ইয়াসমীন আক্তার মিলি, নৃত্যশিল্পী শরিফুল ইসলাম ও সংবাদ কর্মী আশিক আহমেদ উল্লাস প্রমুখ। জুয়েল দাস রায় লেনিন এই আয়োজনের শিরোনামের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন এবং বাকিরা সাম্য ও সংযম নিয়ে তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।
রাকিবুল ইসলাম -প্যারিস থেকে