
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো করোনা হানা দিয়েছে। তাও মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের শিবিরে।
দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটির মেডিকেল দল এই মুহূর্তে এই ফিজিওর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএলের আয়োজক কর্তৃপক্ষ। তারা নিজেদের বিবৃতিতে বলেছে, ‘দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লির মেডিকেল টিম।’
গত আসরে করোনার কারণে টুর্নামেন্টের মাঝপথে আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিসিসিআই। গতবারে ব্যাপকভাবে করোনাভাইরাস হানা দিয়েছিল বলে এবারের আসরে কঠোরভাবে কোয়ারেন্টাইন নীতি মেনে চলছিল আয়োজক কর্তৃপক্ষ। এবারই প্রথম করোনায় প্রথম আক্রান্তের খবর আসলো।