
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতি বাংলাদেশের উন্নয়নের বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। এদেশ আরও এগিয়ে যেত যদি নেতিবাচক কোনো বাধা ও প্রতিবান্ধকতা না থাকতো।
আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চরকামালদী এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘দুঃখজনক হলেও সত্য আমাদের এ উন্নয়ন অনেকে চোখে দেখতে পায় না। প্রতিদিন বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়, তারা কোনো কিছুই দেখতে পায় না। দেশের এত উন্নয়ন, মানুষের মাথাপিছু আয় বেড়ে যে আজ ভারতকে অতিক্রম করেছে সেটি তারা দেখতে পায় না। কোনো উন্নয়ন দেখতে পায় না।’
‘ফ্লাইওভার দিয়ে করে গাড়ি চালিয়েও বলে দেশে কোনো উন্নয়ন হয় না, কয়দিন পর তারা পদ্মা সেতু দিয়েও যাবেন। এরপর কী বলবেন, আমরা সেটার জন্য বসে আছি। কারণ, তারা বলেছিল আমরা পদ্মা সেতু করতে পারব না। এই যে নৈতিবাচক রাজনীতি, সব ক্ষেত্রে না বলা- এটি দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী তার প্রশংসা করছে। বিএনপি প্রশংসা করতে পারে না। আর রাত ১২টার পর টেলিভিশনের টকশো যদি শোনেন তাহলে মনে হবে বাংলাদেশে গত সোয়া ১৩ বছরে কোনো উন্নয়ন হয়নি। শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমরা বহুদূর এগিয়ে যেতে পারতাম, যদি এই নৈতিবাচক রাজনীতি না থাকত।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা সমগ্র বিশ্বে প্রশংসা পাচ্ছে। জাতিসংঘ মহাসচিব প্রশংসা করছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশংসা করছেন। করোনাকালে বাংলাদেশ যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে, এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করছে।’
‘ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। আজকে সমস্ত সূচকে পাকিস্তানকে বহুভাবে অতিক্রম করেছে বাংলাদেশ। মানবিক সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। আমরা মানবতার সূচকে, সামাজিক সূচকে ভারতকেও অতিক্রম করেছি। আমরা সম্প্রতি অর্থনৈতিক সূচক বিশেষ করে মাথাপিছু আয়েও ভারতকে অতিক্রম করেছি।’