পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যা, অভিযুক্ত আটক

গাজীপুরের শ্রীপুরে কারখানায় শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহকর্মীর বিরুদ্ধে।
আজ শনিবার ভোরে আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেডে ঘটনা ঘটে।
নিহত অপু দেওয়ান মুন্সীগঞ্জের পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কারখানার ফ্লোর পরিষ্কার করার সময় জোর করে অপুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় সহকর্মী রাজু। এতে অপু অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতো অপু।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অপুর সহকর্মী রাজুকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।