
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাওয়ার টিলার (মাটি টানা মেশিন) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
শুক্রবার বিকেলে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চালক বেলাল হোসেন (২৬), মো. রুবেল (২৫) ও দেলোয়ার হোসেন (১৫)। হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। আর আহত ব্যক্তিকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে তমরুদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের সড়কে পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক বেলালসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। পুলিশ লাশ উদ্ধার করেছে।