করোনায় টানা ৬ দিন মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৪২

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪২ জনের। সর্বশেষ ৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে একজনের প্রাণহানি ঘটে।

রোববার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৪৪টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.