
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।
গত শুক্রবার ঢাকা ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল।
তিনি বলেন, ‘গত পরশু রুবেল ওমরাহ পালন করতে গেছেন। যাওয়ার আগে আমাদের কাছে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে আমাদের ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।’
ওমরাহ শেষে সপ্তাহখানেক পর রুবেল দেশে ফিরবেন বলেও জানান মোরশেদ খান হিমেল।
উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহসভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু তিনি শপথ না নিয়ে তার পদটি সহসভাপতি পদে হেরে যাওয়া চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলেন জানান। কিন্তু ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি এই নায়ক।
সম্প্রতি কার্যনির্বাহী পদে শপথ নিয়েছেন রিয়াজ। রুবেল পদ ছাড়লে সে পদে তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন।