
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো সুপ্রিম কোর্টের প্রতি ইমরান খানকে থামানোর আহ্বান জানিয়েছে।
সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের বিলওয়াল ভুট্টো বলেন, রোববার জাতীয় সংসদে যা হয়েছে তা সংবিধানের মারাত্মক লঙ্ঘন।
প্রসঙ্গত, রোববার পাকিস্তান সংসদের ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন। প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো এখন সুপ্রিম কোর্টের কাছে সুবিচার আশা করছেন উল্লেখ করে বেনজির ভুট্টো পুত্র বিলওয়াল বলেন, আপনাদের সিদ্ধান্তে দেশের ভবিষ্যত রচিত হবে। এখানে বোঝা যাবে আমাদের সংবিধান শুধুমাত্র এক টুকরো কাগজ নাকি ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের বিশুদ্ধতা রক্ষাকারী নথি।