
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভয়ংকর দুর্দিনে বসবাস করতে হচ্ছে আমাদের।
মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে কেউ মুখ ফুটে কথা বলতে পারছে না। কেউ কিছু বললেই সরকারের বিরুদ্ধে যায়। তখনই তার মা, বোন বা পরিবারের সদস্যদের কারাগারে যেতে হয়। এটা হিটলার, মুসোলিনির পদ্ধতি। আমরা এক ভয়ংকর দুর্দিনে বসবাস করছি।
সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।