বন্ধ হচ্ছে ‘কপিল শর্মা শো’

ভারতীয় চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে জনপ্রিয় কমেডিয়ান শো ‘কপিল শর্মা শো’। তুমুল জনপ্রিয় এই অনুষ্ঠানের ভক্তদের জন্য এবার দুঃসংবাদ নিয়ে এলো কপিল। বন্ধ হচ্ছে ‘কপিল শর্মা শো’। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই শো বন্ধ করতে বাধ্য হচ্ছেন কপিল নিজেই। কারণ আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে এক মাসের জন্য আমেরিকায় যাবেন তিনি। সেখানে বেশ ক’টি শো করার কথা রয়েছে তার। সে কারণেই শো’টি তার পক্ষে চালানো সম্ভব নয় বলে জানা গেছে।
বর্তমানে নন্দিতা দাশের পরিচালনায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কপিল শর্মা। তবে এবারই প্রথম নয়, এর আগেও বন্ধ হয়েছে এই শো। সেসময় তিনি জানিয়েছিলেন, পরিবারকে সময় দেওয়ার জন্যেই শো থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি।