
মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চ ঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্টবাহী বাল্কহেড ডুবির পাঁচজন শ্রমিকই জীবিত উদ্ধার হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে মুন্সীগঞ্জ মোক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নৌপুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি। নৌযানটি মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ সেটিকে ধাক্কা দেয়। এ সময় বাল্কহেডটি ডুবে গেলে সেখানে থাকা ৫ জনের মধ্যে লস্কর জুয়েল রানাসহ মাস্টার সুফিয়ান (৩৬) ও বিল্লাল (৩০) কোনোমতে সাঁতরে একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে এ সময় নিখোঁজ থাকেন দুজন। পরে বাকি দুজন নদীতে ভাসতে দেখে ঢাকাগামী অন্য লঞ্চ তাদের উদ্ধার করে ঢাকার সদর ঘাটে নিয়ে যায়।
মুন্সীগঞ্জ মোক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় প্রথমে বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও এতে দুজন নিখোঁজ রয়েছে বলে জানতে পারি। পরে বাকি দুজন নদীতে ভাসতে দেখে ঢাকাগামী অপর লঞ্চ তাদের উদ্ধার করে ঢাকার সদর ঘাটে নিয়ে যায় বলে নিশ্চিত হওয়া গেছে।