
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় একটি প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে মৌলভীবাজার সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা।
গতকাল শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাতগাঁও হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টার পর দুর্ঘটনায় প্রাইভেটকারের একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে গুরুতর আহত অবস্থায় প্রথম স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।