
অনেকটা নীরবেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা জানান ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যাচ্ছেন নিয়মিত।
আইপিএলের সবশেষ আসরে ব্যর্থ হবার পরও তার দল চেন্নাই সুপার কিংস তার কাঁধেই ভরসা রেখেছিল। তাই এবারের আসরেও নেতৃত্ব দেয়ার কথা ছিল তার। তবে আইপিএল শুরুর একদিন আগে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন, তিনি আর নেতৃত্ব দেবেন না চেন্নাইয়ের।
ধোনির বদলে নেতৃত্ব ভার তুলে দেয়া হয়েছে দলের অন্যতম অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার কাঁধে। নিশ্চিত করা হয়েছে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে। ২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাদেজা। মাঝে একবার ধোনির অনুপস্থিতিতে চেন্নাইকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। সে হিসেবে জাদেজা হলেন চেন্নাইয়ের তৃতীয় অধিনায়ক।
ধোনি ২০০৮ সাল থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসলেও মাঝে দুটি আসরে ছিলেন না চেন্নাইয়ে। ম্যাচ পাতানোর সমালোচনা ওঠায় দুই বছরের জন্য চেন্নাইকে নির্বাসন দেয়া হয়।
তবে চেন্নাইয়ের হয়ে দারুণ সফল ধোনি। ২০১০ ও ২০১১ আসরে চ্যাম্পিয়ন করেন দলকে। এরপর ২০১৮ ও সবশেষ ২০২১ সালের আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই।