
মাগুরার মহম্মদপুরে এক কৃষকের গরু চুরির পর গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চরবড়রিয়া গ্রামের জিল্লুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তমিজউদদীন মোল্যা ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক জিল্লুর রহমান মোবাইল ফোনে জানান, রাত আনুমানিক দেড়টার দিকে প্রতিবেশিদের চিৎকারে তার ঘুম ভাঙে। গোয়াল ঘরে আগুন লেগেছে বলে জানতে পারেন। সবার সহযেগিতায় আগুন নেভানোর পর দেখা যায় গোয়ালে কোনো গরু নেই।
গোয়ালে দুটি গরু ও দুটি বাছুর ছিল। ধারণা করা হচ্ছে গরু চুরি করে নিয়ে যাওয়ার পরে গোয়ালে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, কয়েক দিন আগে তার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে নষ্ট করে দেয় প্রতিপক্ষের লোকজন। এরপর থেকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই ঘটনায় মামলা করায় প্রতিপক্ষের লোহজন ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
জিল্লুর রহমানের ভাই মো. পান্নু মোল্লা জানান, চারটি গরুসহ পুড়ে যাওয়া গোয়ালঘরের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।