
পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা মালিক। তিনিই দেশটির প্রথম নারী বিচারপতি।
স্থানীয় সময় আজ সোমবার রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ।
এখন থেকে পাকিস্তানের শীর্ষ আদালতের বেঞ্চে ১৬ পুরুষ সহকর্মীর সাথে বসবেন আয়েশা। যেখানে বেশিরভাগ আইন নারীবিরোধী, সেই পাকিস্তানে এঘটনাকে যুগান্তকারী বলে মনে করা হচ্ছে।
এর আগে দুই দশক, দেশটির হাইকোর্টের বিচারক ছিলেন আয়েশা। পাঞ্জাবের বিচার বিভাগে থাকার সময় প্রদেশটির পুরুষতান্ত্রিক নানা আইন বাতিল করেন। ধর্ষণের শিকার নারীদের কুমারিত্ব পরীক্ষার বিতর্কিত ও অবমাননাকর নিয়ম বাতিলের কৃতিত্বও দেয়া হয় আয়েশা মালিককে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করেন ৫৫ বছর বয়সি এই নারী। আইন বিষয়ে বেশ কিছু প্রকাশনাও রয়েছে আয়েশা মালিকের।