
দিল্লি থেকে হেলিকপ্টারে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা ছিল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের।
তার অভিযোগ, শুক্রবার দুপুরে উড়ার আগে কোনো কারণ ছাড়াই তার হেলিকপ্টারটি থামানো হয়। এই ঘটনাকে ‘বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
শুক্রবার দুপুরে অখিলেশ টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেটি দেখা যায়, বিমানবন্দরের রানওয়েতে রাখা হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ওই ঘটনায় অখিলেশের উড়তে প্রায় আধ ঘণ্টা দেরি হয় বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি।
হতাশা থেকেই বিজেপি সরকার তার হেলিকপ্টার আটকেছে অভিযোগ করে অখিলেশের টুইট, ‘মানুষ সবই দেখছে।’
অন্য দিকে, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের চিত্রতারকা নেতা রাজ বব্বর সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে শুক্রবার জল্পনা শুরু হয়েছে।
কংগ্রেসের গোলাম নবি আজাদের পদ্মভূষণ সম্মাননার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি বব্বরের একটি টুইট ঘিরেই এ জল্পনা শুরু হয়।