
কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী’ কবিতা- প্রকাশের শতবর্ষে, ছায়ানট (কলকাতা) – এর বিশেষ ভ্রাম্যমান অনুষ্ঠান ‘চির-উন্নত মম শির!’ তারিখ: ৬ জানুয়ারি, ২০২২ সময়: দুপুর ১২টা ৩০ মিনিট যাত্রা-শুরু: গড়িয়াহাট ট্রাম ডিপো যাত্রা-পথ: গড়িয়াহাট-ধর্মতলা-শ্যামবাজার পরিকল্পনা ও পরিচালনা: সোমঋতা মল্লিক ৩/৪-সি, তালতলা লেন- কলকাতায় এই বাড়িটিতে বসেই কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন তাঁর কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। ‘বিদ্রোহী’ কবিতাটি রচিত হয় ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। মুজফ্ফর আহ্মদ ‘কাজী নজরুল ইসলাম স্মৃতিকথায়’ নিজেকে এই কবিতার প্রথম শ্রোতা হিসেবে উল্লেখ করেছেন। ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’তেই প্রথম ছাপা হয়েছিল ‘বিদ্রোহী’।
‘বিদ্রোহী’ কবিতাটি কেবল অসাধারণ জনপ্রিয়তা পায়নি, একই কবিতা একাধিক পত্র-পত্রিকায় প্রকাশের দুর্লভ সৌভাগ্য অর্জন করেছিল। শুধুমাত্র তৎকালীন সময়েই নয়, শতবর্ষে দাঁড়িয়েও এই কবিতা সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়। বহু গুণীজন এই কবিতা সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেছেন।