
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউ জিল্যান্ডে। তবে করোনাভাইরাসের কারণে এই সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউ জিল্যান্ড সরকারের কড়াকাড়ির কারণে শেষ পর্যন্ত এই সফর শেষ না করেই দেশে ফিরে আসতে পারে বাংলাদেশ।
নিউ জিল্যান্ড সিরিজ নিয়ে উদ্ভুত পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক জরুরি সভা ডাকে। সেই সভায় অংশ নেন সভাপতি নাজমুল হাসান পাপনও। সভা শেষে তিনি জানিয়েছেন নিউ জিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারিত হবে ২১ ডিসেম্বরের পর।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ নিউ জিল্যান্ডে দুই টেস্ট খেলবে কিনা সেটা চূড়ান্ত হবে আগামী ২১ ডিসেম্বর। সেদিন বাংলাদেশ দলের কোভিড টেস্ট হবে। কোভিড টেস্টে সবাই নেগেটিভ হলে বাংলাদেশ সিরিজ চালিয়ে যাবে। যদি বাংলাদেশের কারো পজিটিভ আসে তাহলে নিউ জিল্যান্ডে কোয়ারান্টাইন বাড়বে। তখন সিরিজ খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।’
গেল বুধবার বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউ জিল্যান্ড গিয়েছে সেই ফ্লাইটে একজন করোনা আক্রান্ত হন। জানা গেছে তিনি ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন। ফ্লাইটে তার আশেপাশে থাকা বাংলাদেশ দলের ৯ জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে।
সেই তালিকায় আছেন টেস্ট অধিনায়ক মুমিনুল, ইয়াসির, সোহান, ফজলে মাহমুদ ও মিরাজ। কেবল তারাই নন, পাশাপাশি এখন পুরো দলকেই কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সে কারণে দলের অনুশীলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মূলত নিউ জিল্যান্ডের সরকারের নির্দেশে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশ দলের খেলোয়াড়দের কোয়ারেন্টাইন শেষে ২১ নভেম্বরের কোভিড টেস্টে যদি কেউ আক্রান্ত হন তাহলে এই সিরিজের ভাগ্য সুঁতোয়ে ঝুলে যেতে পারে।