
মাগুরার শালিখা উপজেলায় এক যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন।
উপজেলার রামকান্তপুর এলাকার মাগুরা-যশোর সড়কে রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ বলে জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, যশোর থেকে মাগুরাগামী যাত্রীবাহী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে বাসের ভেতরে ও তলা থেকে চাপা পড়া অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে।
পরে ক্রেন দিয়ে বাসটি উপরে তোলা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মাহবুবুর রহমান জানান।