
বাংলাদেশের সরকার, বিরোধীদল, সমসাময়িক রাজনীতি এবং গণতন্ত্র, আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ১৬-০৯-২১ তারিখ সোমবার ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা, বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।