একা একা ভালো থাকতে চাইলে কেউই ভালো থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে দরে তিনি বলেন,‘যদি একা একা ভালো থাকতে চাই,তাহলে কেউই ভালো থাকতে পারবো না। সবাই মিলে যদি মরতে চাই তাহলে আমরা কেউই মরব না,সবাই জয়ী হবো।’ গতকাল রবিবার রাতে দলের প্রতিষ্ঠা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,বিএনপি নেতা আব্দুল হাই শিকদার, ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদিও ভূঁইয়া জুয়েল প্রমুখ। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ যতই বাঙ্গালি জাতীয়তাবাদ বুলক, আমাদের পাসপোর্টে কিন্তু প্রতিটি নাগরিক বাংলাদেশী হিসেবে। এই শব্দটি সবাইকে স্বীকার করতে হবে। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন হওয়ার পর সরকার গঠন করলেও আওয়ামী লীগের মগজে ঢুকে নাই যে একটা জাতির পরিচয় দরকার। কিন্তু জিয়াউর রহমান যুদ্ধ করে, একজন সৈনিকের জীবন ধারন করে একটি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র উপলব্ধি করে বিভিন্ন উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অর্থনীতি পুনরুদ্ধার করেছেন, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিনত করেছেন। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান আমাদের যা দিয়ে গেছেন,যে আদর্শ রেখে গেছেন এটাই হচ্ছে আমাদের মুক্তির সনদ। যদি একা একা ভালো থাকতে চাই তাহলে কেউই ভালো থাকতে পারবো না। সবাই মিলে যদি মরতে চাই তাহলে আমরা কেউই মরব না, সবাই জয়ী হব। তাহলে গণতন্ত্র ফিরে আসবে আমাদের নেতা বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, আমাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে ফিরে আসতে পারবেন।
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading