কুষ্টিয়ায় গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত খুলনার ফুলতলা থানার বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন কুমার রায়কে আদালতে তোলা হবে সোমবার। পুলিশ সূত্র বলছে, দিনের যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে।

আদালতে তোলার পর আসামি সৌমেন স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে। তবে তার বিরুদ্ধে রিমান্ড আবদেন করা হবে কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।

রোববার সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে দ্বিতীয় স্ত্রী দাবি করা আসমা খাতুন, তার ছয় বছর বয়সী ছেলে রবিন এবং শাকিল খান নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জনতার সহযোগিতায় সৌমেনকে পিস্তলসহ গ্রেপ্তার করে পুলিশ।

সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে। রোববার রাতে নিহত শাকিল খানের বাবা মেজবার রহমান বাদী হয়ে সৌমেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পরে রাতেই সৌমেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধ দুটি তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ। রেঞ্জ কার্যালয় ও খুলনা পুলিশ সুপারের কার্যালয় থেকে আলাদা দুটি তদন্ত কমিটি হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খান বলেন, তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় সৌমেনকে আজ আদালতে হাজির করা হতে পারে।

এদিকে নিহত পরিবারগুলোর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন পরিবারের লোকজন। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে রোববারই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্ব-স্ব এলাকায় তাদের দাফনও সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading