ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সময় ও নম্বর কমানো হবে বলে জানিয়েছে শিক্ষা পরিষদ।এ ক্ষেত্রে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে, ক্রেডিট অপরিবর্তিত থাকবে।

করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বিভাগের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ডিনস কমিটি।বুধবার ডিনস কমিটির বৈঠকে সিদ্ধান্তটিই অনুমোদন করেছে শিক্ষা পরিষদ৷

এদিকে বৃহস্পতিবার বিকালে শিক্ষা পরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা পরিষদের সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ডিনস কমিটির সিদ্ধান্তগুলোই অনুমোদন করেছে পরিষদ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কৌশলগত কারণে প্রতিটি কোর্সকে একাধিক ভাগে ভাগ করে বিভিন্ন ধরন বা পদ্ধতিতে পরীক্ষা (যেমন: বর্ণনামূলক সংক্ষিপ্ত আকারে, এমসিকিউ, কুইজ, অ্যাসাইনমেন্ট এবং ওপেনবুক পরীক্ষা) নেওয়ার সিদ্ধান্ত হয়৷

পরীক্ষার সময় ও মান কমানো হবে, তবে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে, ক্রেডিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া কম্পিউটারভিত্তিক ব্যবহারিক পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে৷ অন্যান্য ল্যাবভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নেওয়া হবে৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading