ইউরোপে সাংবাদিকদের বৃহৎ সংগঠন “অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবে”র পুনর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়সাল আহাম্মেদ দ্বীপ ফ্রান্স, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মোল্লা বেলজিয়াম এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হোসেন ফ্রান্স। শনিবার ইউরোপ সময় বিকাল ৫ টায় সংগঠনটির বিশেষ এক অনলাইন সভায় সরাসরি ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য, গুরত্বপূর্ণ এই তিন পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ২৪ জন সদস্যের মধ্যে ২১ জন অনলাইনে উপস্থিত থেকে, সরাসরি ভোট প্রদান করে। নির্বাচিত ৩ সদস্যদের কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। তাছাড়া সভায় পূর্ণাঙ্গ একটি গঠনতন্ত্র প্রণয়নের জন্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল কে আহবায়ক করে ১০ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে যা আগামী ১৫ কার্য দিবসের মধ্যে একটি খসড়া গঠনতন্ত্র উপহার দিবেন।
এডভোকেট আনিসুজ্জামান এর সভাপতিত্বে এবং মোহাম্মদ মাহবুব হোসেনের সঞ্চলনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ ফ্রান্স থেকে, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল, সাবেক সহ সভাপতি আঁখি সীমা কাউসার ইতালী থেকে, মাহাবুব সুয়েদ লন্ডন থেকে, বেলজিয়ামের ফারুক আহমদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন ইতালি থেকে,সাবেক অর্থ সম্পাদক মাহবুব হোসেন ফ্রান্স থেকে, সাবেক সাংগঠনিক সম্পাদক পর্তুগাল রনি মোহাম্মদ,সাবেক প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, সাবেক আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার পর্তুগাল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আসলামুজ্জামান ইতালী থেকে, সাবেক সদস্য এডভোকেট আনিচ্ছুজ্জামান ইতালী, ডঃ আল আমিন গ্রীস থেকে, ফাতেমা রুমা জার্মানী, এনামুল হক পর্তুগাল, , সাইফুল ইসলাম মুন্সী ইতালী, মুরাদ শেখ পর্তুগাল , আহমেদ রাজ পোল্যান্ড, ফরিদ আহমেদ পাটোয়ারী পর্তুগাল এবং সামির দেবনাথ । উল্লেখ গত ১৭ ই এপ্রিল পূর্বের কমিটির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ায় তা সর্বসম্মতিক্রমে স্থগিত করা হয় এবং পূনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তারই ধারাবাহিকতায় শনিবার এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে উল্লেখ থাকে যে, ইউরোপের মধ্যে সর্ববৃহৎ সংগঠন ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব ‘ এই প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ পদ-পদবী প্রাপ্তদের কাছে এই সংগঠন আশা করেন অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে প্রবাসী সাংবাদিকদের কল্যাণে কাজ করবে । পাশাপাশি প্রবাসী সাংবাদিকরা (যোগ্যতার ভিত্তিতে ) বাংলাদেশে জাতীয় প্রেসক্লাবে সদস্য পদ পেতে পারে কিনা ? অথবা অন্তত যেন জাতীয় প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিকদের নাম লিপিবদ্ধ থাকে, সে ব্যাপারেও উদ্যোগ নেবে বলে “অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা প্রত্যাশা করে ।
সংবাদ প্রেরক , আখি সীমা কাউসার
ইটালি প্রবাসী সাংবাদিক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading