বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ভক্তরা তাকে ডাকেন ‘শাহেনশাহ’।

অভিনয় ক্যারিয়ারে অমিতাভের অনেক উত্থান-পতন হয়েছে। অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে তিনি আজ বলিউডের ‘বিগ বি’। জীবন্ত কিংবদন্তি। অথচ জীবনের কোনো এক কঠিন মুহূর্তে আত্মহত্যার কথাও নাকি ভেবেছিলেন তিনি!

‘কুলি’ সিনেমার শুটিংয়ে অমিতাভের দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা বলিউড দর্শকদের অজানা নয়। জীবন-মরণের সন্ধিক্ষণে দীর্ঘদিন কাটাতে হয়েছে তাকে। বেশ কিছু অস্ত্রোপচার ও দীর্ঘ দুই মাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে বাড়িতে ফেরেন তিনি। কিন্তু এর পরবর্তী সময়গুলো তার জন্য হয়ে ওঠে আরও দুর্বিষহ। সেই মানসিক চাপই তাকে আত্মহত্যার কথা ভাবাচ্ছিল।

‘স্টারডাস্ট’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন বলেছেন, ‘আমার রাতগুলো অনেক দুর্বিষহ হয়ে উঠেছিল। জয়াকে ডেকে বলতাম, এখন আমি কী করবো? আমার কিছু বন্ধু বলতো, তোমার মতো জায়গায় থাকলে হয়তো অনেক আগেই আত্মহত্যা করতাম। আমারও কিছু সময় এমনটাই মনে হতো। যদিও এটি নিয়ে বেশি ভাবা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। আমি ইতোমধ্যে বলেছি, অনেক উদ্ভট চিন্তা মাথায় আসতো। আমি সাহস নিয়ে কথাগুলো প্রকাশ করতে পেরেছিলাম। এই জন্য অনেক ভালো লেগেছিল। কারণ জেনে থাকবেন এটি নেশার মতো।’

অমিতাভ আরও বলেন, ‘যখন এই বিষয়ে চিন্তা শুরু করবেন, তখন কথাও বলতে পারবেন। যখনই চিন্তা করতাম বা কথা বলতাম, তখন নতুন অনেক কিছু মাথায় আসতো। নতুন চিন্তা হতো। যদি কোনো মনোবিদের সঙ্গে আলোচনা করি, তাহলে হয়তো একদিন পুরোটাই সামনে আসবে।’

তবে সবকিছু জয় করে আজও দাপটের সঙ্গে কাজ করছেন ৭৮ বছর বয়সী এই অভিনেতা। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’, ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’, অজয় দেবগনের ‘মে ডে’ ও নাগরাজ মঞ্জুলে পরিচালিত স্পোর্টস-ড্রামা ঘরানার ‘ঝুন্ড’ সিনেমায় দেখা যাবে তাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading