জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক এম.এইচ মন্টু এক বিবৃতিতে আজ ১৭ই এপ্রিল ২০২১ সকালে চট্রগ্রাম বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনভাতা পরিশোধ সম্বলিত ১০দফা দাবীতে আন্দোলনরত অবস্থায় স্হানীয় প্রশাসন মালিকপক্ষালম্বন করে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ৫জন শ্রমিক হত্যা করেছে ও আরো শখানেক আহত করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে  শ্রমিক হত্যার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, আহত ও নিহত শ্রমিকদের পরিবার কে ক্ষতিপূরণ, হত্যার বিচার করতে হবে বলে দাবী জানান।
সরকার, প্রশাসন ও শিল্প কল-কারখানার মালিকদের স্বরন করিয়ে দিতে চাই, স্বাধীনতাযুদ্ধে এই শ্রমিক ও মেহনতী জনতা রক্ত দিয়েছে, তখনকার কোন শিল্প-কারখানার মালিক যুদ্ধ করেনি রক্ত দেয়নি।
অভিলম্বে শ্রমিক হত্যার বিচারের জন্য শ্রমিক-কর্মচারীদের সংগঠনের প্রতিনিধি নিয়ে বিচার বিভাগীয় কমিটি করতে হবে। সুত্র , প্রেস বিজ্ঞপ্তি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading