গতকাল ৭ এপ্রিল বুধবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে হলোকাস্ট স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, ইসরাইলের সরকারী অনুষ্ঠানের সাথে মিল রেখে – আরব রাজ্যে এই প্রথম এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
দুইটি দেশেই স্থানীয় ইহুদি সম্প্রদায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে, এ বিষয়ে গত বছর ইসরাইলের সাথে সম্পর্ক সাধারণীকরণ চুক্তিতে স্বাক্ষর করেছিল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই দুই দেশ মনে করে এতে করে জঘন্যতম এই গণহত্যায় নিহতদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে এবং ইসরাইলের সাথে তাদের সম্পর্কের উন্নতি ঘটবে। বর্তমানে আরব আমিরাতে প্রায় ৩০০০ জন ও বাহরাইনে অর্ধশতাধিক ইহুদি নাগরিক বসবাস করছেন। বাহরাইনে ইহুদিদের ইতিহাস প্রায় ১৪০ বছরের।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলার বাহিনী ইউরোপের প্রায় ৬০ লক্ষ ইহুদিকে ধর্মের কারণে হত্যা করেছিলো।
ছবিতে গতকাল দুবাইতে অনুষ্ঠিত স্মরণ সভা।
রাকিবুল ইসলাম/প্যারিস থেকে ।
More Stories
ওয়াশিংটন পোস্টে কিশোরকে নিয়ে বিজ্ঞাপন ‘সমালোচনা অপরাধ নয়’
করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় ১১ হাজার মানুষের মৃত্যু
মিয়ানমার সেনা অভ্যুত্থান : ক্র্যাকডাউনে এক দিনে ৮০ জনের বেশি নিহত