Tuesday April20,2021

শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক আইরিন পারভিনের উপস্থাপনায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা এবং ইউরোপীয় সময় বিকেল তিনটায় শুদ্ধস্বর ডটকমের চতুষ্কোণে থাকছেন লেখক এবং স্কপ নেতা সাকিল চৌধুরী, আজ সাকিল চৌধুরীর জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে আজ শুদ্ধস্বরের পক্ষ থেকে আমাদের অভিনন্দন , তার জীবনের বিভিন্ন দিক এবং বর্তমান পরিস্থিতিতে স্কপের ভুমিকা নিয়ে আজ তিনি কথা বলবেন । শুদ্ধস্বর ডটকমের ফেসবুক পেইজ এবং ইউটিউব ও আইরিন পারভিনের ফেসবুক পেইজ থেকে এই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে ।