পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে টান টান উত্তেজনা বিরাজ করছে। প্রচারণার মাঠে সরব বিজেপি, তৃণমূল। পিছিয়ে নেই সিপিএমও। নির্বাচনী মাঠ যেন তারকার মেলা। প্রত্যেক দলই প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তারকাদের। বিজেপির হয়ে যখন প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী, তখন তৃণমূলও চেলেছে পাল্টা চাল। প্রচারণার মাঠে তারা নামাচ্ছেন বাংলার মেয়ে জয়া বচ্চনকে।
জনপ্রিয় অভিনেত্রী, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন পত্নী এবং সর্বোপরি রাজনীতিবিদ জয়া বচ্চন তৃণমূলের হয়ে প্রচারণা চালাতে পৌঁছেছেন কলকাতায়। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি কলকাতা পৌছান। আজ থেকেই টানা তিনদিনের জন্য নেমে পড়বেন প্রচারণার মাঠে। মূলত তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের প্রচারণায় রোড শো করবেন জয়া। এছাড়া অংশ নেবেন সংবাদ সম্মেলনেও।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এর প্রেক্ষিতেই তৃণমূলের হয়ে প্রচারণায় অংশগ্রহণ করবেন সমাজবাদী পার্টির নেত্রী ও এমপি জয়া বচ্চন।
More Stories
করোনার মধ্যেও হেফাজতের মামলায় বিএনপিকে হয়রানি করা হচ্ছে: ফখরুল
বলিউডে না থাকলেও ভক্তদের হৃদয়ে টাকিয়া
ভিপি নুরকে রাজনীতি ছাড়ার হুমকির অভিযোগ