Sunday April18,2021

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বিশেষজ্ঞ ডা. নুর এ আলম পাটোয়ারী মারা গেছেন।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর-এ আলম পাটোয়ারীর মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নুর এ আলম পাটোয়ারীর মৃত্যুতে দেশের চিকিৎসা সেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নূর এ আলম দেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তার মৃতুতে গণস্বাস্থ্য কন্দ্রে একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।