শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক আইরিন পারভিনের উপস্থাপনায় অমর একুশের গ্রন্থ মেলা নিয়ে আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটা এবং ইউরোপীয় সময় দুপুর একটায় শুদ্ধস্বর লাইভের চতুষ্কোণে থাকছেন লেখক সৈয়দ জাহিদ হাসান , তিনি সমসাময়িক কালের বাংলা সাহিত্য এবং একুশের গ্রন্থ মেলা নিয়ে কথা বলবেন । শুদ্ধস্বর ডটকমের ফেসবুক পেইজ এবং ইউটিউব ও আইরিন পারভিনের ফেসবুক পেইজে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ।
More Stories
আজ শুদ্ধস্বর ডটকমের লাইভে থাকবেন ,লেখক সাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল
আজ শুদ্ধস্বরের চতুষ্কোণে থাকছেন লেখক এবং স্কপ নেতা সাকিল চৌধুরী
আজ শুদ্ধস্বর ডটকমের লাইভ চতুষ্কোণে থাকবেন কিশোরী লেখিকা আখি এবং অতসীর