Wednesday April14,2021

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি ৪৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কখনও অস্ত্রের রাজনীতি করি নাই।

রবিবার (৭ মার্চ) সকালে বসুরহাট পৌরসভার পৌরহলে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় তিনি যেকোনও পরিস্থিতিতে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালির জাতির মুক্তির ডাক। সরকার এ দিনদিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিকেল চারটায় বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন মেয়র কাদের মির্জা।