যা বুঝি আজ
বুঝিনি তা বিগত দিনগুলোতে
হেলায় খেলায় চলে গেল
কতো দিন,কতো রাত
কতো মাস, কতো বছর
কতো যুগ, কতো কাল
এভাবেই, সেভাবেই।
এইতো নয় বেশী দিনের কথা
ছিলাম যখন ছাএ বিশ্ব বিদ্যালয়ের
অথচ কালের গহব্বরে তলিয়ে গেছে
তলিয়ে গেছে চল্লিশটা বছর
পাইনি টের কখনো
জীবন-চক্রের কর্ম ব্যস্ততার ঘূর্ণিপাকে।
এর পরেও যখন পালিত হয়
শুভ জন্মদিন
আনন্দ- ঊল্লাসে কাটা হয় কেক
চলে ভূরি ভোজের পালা
পরিবেষ্টিত হয়ে বন্ধু- বান্ধব- আপনজন
ভাবনা কি আসে না মনে
জান্তে-অজান্তে
নশ্বর এ ধরাধামে বেচে থাকার
বেচে থাকার মেয়াদ
বাড়ছে না কমছে!!
তাকাবো না আজ পেছন পানে
করতে নিছক প্রশ্নবিদ্ধ নিজেকে
নিয়ে হিমালয় পর্বতসম ঊচ্চতা
সাহার মরুভূমিসম প্রশস্ততা
প্রশান্ত মহাসাগরসম গভীরতা
সত্য উদ্ভাসিত, দন্ডায়মান
সম্মুখে, সম্মুখে আমার
আলোড়িত হচ্ছে মনোজগতে
জিজ্ঞাসা প্রতি নিয়ত
মৃত্যু নিশ্চিত, অবধারিত
বেচে আছি নয় কি এটাই
এ্যাকসিডেন্ট বড়?
জাগিয়ে রাখতে হবে মনে সর্বক্ষণ
মানুষ ততক্ষণই মানুষ
থাকে যতক্ষণ হুশ
যে থাকে হুশে
আসল প্রাপ্তি যে তারই বশে
বুঝতে পারে যেজন!!

সিনহা এম এ সাঈদ
More Stories
কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধের আবেদন খারিজ, উল্টো গুনতে হলো জরিমানা
করোনায় একদিনে দেশে রেকর্ড মৃত্যু ৮৩
পণ্যবাহী পরিবহন যেন যাত্রীবাহীতে রূপ না নেয় : কাদের