বদ্ধ কাঁচের জানলার পাশে
বসে রই আমি ক্লান্ত
যেই দিকে যতবার চাই বা না চাই
বুঝি আমি দিকভ্রান্ত।
যেন নীল আকাশ দেখা সম্ভব
তাই চেয়ে দেখি বারে জানলায়
তবে এ যেন ধোঁকা- করে মোরে বোকা
চাইবার কোন পথ নাই।
প্রতি সকাল শুরুতে সম্ভাবনা
লুকোনো চেষ্টায় ক্রন্দন
সব এলোমেলো করে নিরুপায়-
যেন জীবনটা এক মন্দন।
তবু পর সকালেই চোখ খুলি
যেন জানলাটা ছুঁতে পারি
এ কিছু নয়-
শুধু নিজের সাথেই নিজের খেলা লুকোচুরি।
রুকাইয়া তাসফিয়া করিম
বিসিআইসি কলেজ,দ্বাদশ শ্রেণী
More Stories
সিনহার কবিতা
“সিনহার কবিতা”
আজ শুদ্ধস্বর ডটকমের লাইভে থাকবেন ,লেখক সাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল