Wednesday April14,2021

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

সোমবার বিকাল সাড়ে ৫টায় বনানীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিলি চৌধুরীর ছেলে আসিফ মুনীর নিজের ফেসবুক পেজে মায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আত্মীয়-স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে।

পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিলি চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।