Wednesday April14,2021

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪০৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৮৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮১৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ২১৫ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৬৬টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০লাখ ৪৪ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।