Wednesday April14,2021

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ফের চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হবে তাকে।

সম্প্রতি ব্লগে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অমিতাভ জানান, শারীরিকভাবে অসুস্থ তিনি। এ কারণে তার অস্ত্রোপচার করাতে হবে। এই অভিনেতার অবস্থা এতটাই খারাপ যে তিনি লিখতেও পারছেন না।

এছাড়া মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেছেন ‘বিগ বি’। সেখানে তিনি লিখেছেন, ‘কিছু জিনিস প্রয়োজনের তুলনায় বেড়ে গেছে। কিছু কাটার পর ঠিক হয়ে যাওয়ায় ভালো। আগামীর জন্যই জীবন। তাই আগামীকালই বোঝা যাবে এটি কেমন থাকবে।’

শারীরিকভাবে অনেকদিন ধরেই অসুস্থ অমিতাভ। এজন্য আগেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জানা গেছে, এই অভিনেতা যক্ষ্মা রোগে আক্রান্ত, হেপাটাইটিস বি পজিটিভ এবং তার ৭৫ শতাংশ লিভার অকেজো হয়ে গেছে।

এছাড়া গত বছর করোনাভাইরাসে আক্রান্তও হয়েছিলেন তিনি। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সম্প্রতি সিনেমার শুটিংও করেছেন তিনি।

বর্তমানে এই অভিনেতার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’, ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’, অজয় দেবগনের ‘মে ডে’ এবং নাগরাজ মঞ্জুলে পরিচালিত স্পোর্টস-ড্রামা ঘরানার ‘ঝুন্ড’ সিনেমায় দেখা যাবে তাকে।