Wednesday April14,2021

মানুষ তার জীবনে বহুবার হাহাকার দেখে!

তার পরও প্রেমের খোঁজে বের হয়ে আসে,

মানুষ মনে করে বেচেঁ থাকার টনিক, “প্রেম”।

মাটির দিকে তাকিয়ে থাকে, দেহ তাকে ভাবায়!

মন তাকে কাদাঁয়। অচেনা ভাবনাটা ফুঁসে উঠে!

অনেকটা কালবৈশাখীর ঝুঁকি নিয়ে যাতায়াত ।

আমি দেখেছি উত্তপ্ত বাক্য আর প্রেম হীন মন।

ঝকমকে সুখের উল্লাসে এক নিঃশব্দ শূন্যতা ।

জীবনের বাৎসরিক হিসাব নিয়ে, আমি

নদীর মুখোমুখি হয়ে ছিলাম!

ফলাফল শূন্য থেকে গেল ,

নিখুঁত ভাবেই আসে, শরৎ

হেমন্ত, শীত বসন্ত, উৎসবের

মরসুমে আমি, আজো খুঁজি….

“প্রেম”,সেই প্রেম যা জীবনকে নতুন মাত্রা দেবে ।

এই দেহ ভাসিয়ে নেব , ভালোবাসার লোনা জলে!

 

সুলতানা ফিরদৌসী