শর্ত দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আপাতত হল ছাড়ছেন না তারা। এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি মোটামুটি মেনে নেওয়ায় সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থী নোশিন আদিবা বলেন, প্রশাসন আমাদের দাবি অনেকাংশে মেনে নিয়েছে। মামলার বিষয়ে একটু সময় প্রয়োজন। এছাড়া অন্যান্য দাবিগুলো মেনে নেওয়ায় আমরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করলাম।
তবে এই মুহূর্তে হল ছাড়বেন না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে নিরাপত্তার স্বার্থেই হলে অবস্থান করবেন বলেও জানিয়েছেন আন্দোলন রত অন্য শিক্ষার্থীরা।
অন্যদিকে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার অনুরোধ জানাবো। প্রশাসন শিক্ষার্থীদের বুঝাবেন। এখনো প্রশাসন কোনো কঠোর অবস্থানে যাবে না বলেও জানান তিনি।
জাবির শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার বিচার ও আবাসিক হল খুলে দেওয়াসহ কয়েক দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
More Stories
গয়েশ্বরের ‘বিকল্প’ আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের হুশিয়ারি
স্বাধীনতার ৫০ বছর পরেও বলতে পারি না আমরা স্বাধীন: মির্জা ফখরুল
কদম , কদম বাড়ালেই পথ তো আগাবেই !