Friday March5,2021

দেশের সকল বিশ্ববিদ্যালয় খুলছে আগামী ২৪শে মে। আর আবাসিক হলগুলো খুলছে ১৭ই মে থেকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলার আগে সকল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার শিক্ষামন্ত্রী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের হাতে তিন মাস সময় আছে। এই সময় আবাসিক হলের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। শুধুমাত্র যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা এই টিকা না নিলেও চলবে। তবে বাকী শিক্ষার্থীদের টিকা নিয়েই হলে প্রবেশ করতে হবে।