শহীদ মিনারে ফুল দেয়ার সময় বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজের ওপর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী । এতে সাংসদের কোন ক্ষতি না হলেও বিএনপির ৫/৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় উপস্থিত পুলিশের সহযোগিতায় ফাঁড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পান জিএম সিরাজ। আজ সকালে বগুড়ার শহীদ খোকন পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এলে হামলার শিকার হন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে জিএম সিরাজ গণমাধ্যমকে বলেন, আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে শহীদ খোকন পার্কে প্রবেশ করি। বিএনপিসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বের হয়ে যাচ্ছিলেন। সেখানে হঠাৎ করে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা আমাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশের সহযোগিতায় আমাকে দ্রুত পাশের ফাঁড়ি থানায় নেয়া হয়।
পাল্টা প্রতিশোধের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত হলে সাংসদের হস্তক্ষেপে তাদের শান্ত করা হয়েছে।
More Stories
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন অব্যাহতি চেয়েছেন
‘গারদে লেখকের মৃত্যু রহস্য তদন্তে উন্মোচিত হবে’
বিকৃত যৌনাচারে অনুশকার মৃত্যু, নিষিদ্ধ পণ্য বিক্রির চক্র চিহ্নিত