আন্তর্জাতিক মাতৃভাষা সম্মেলন (আইএমএলসি)- ২০২১ International Mother Language Conference- 2021 (#IMLC21) ১৯ ফেব্রুয়ারি–২২ ফেব্রুয়ারি, ২০২১ প্রতিপাদ্য বিষয়: পৃথিবীর সব ভাষা বেঁচে থাকুক আপন মহিমায় আয়োজনে: মুক্ত আসর (বাংলাদেশ) ও ছায়ানট (কলকাতা) সহযোগিতায় : বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি, স্বপ্ন ’৭১ প্রকাশন আয়োজনের বিবরণ: ১. বাংলা, ইংরেজি, স্প্যানিশ, নেপালি, অসমিয়া, রুশ, চাকমা, মারমা,ককবরক ভাষা নিয়ে আলোচনা থাকবে।

২. উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। ৩. অংশগ্রহণকারী দেশ: বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পেরু, নেপাল, রাশিয়া, অষ্ট্রেলিয়া ও জার্মানি।
১৯ ফেব্রুয়ারি, ২০২১ (শুক্রবার) বাংলাদেশ সময় : বিকাল ৫.০০–৬.০০ ভারতীয় সময় : বিকাল ৪.৩০-৫.৩০ শুভ উদ্বোধন অতিথি: ১. আহমদ রফিক, ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক, বাংলাদেশ ২. অধ্যাপক পবিত্র সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ, ভারত ৩. মেজর জেনারেল মাসুদুর রহমান, বীর প্রতীক, প্রধান উপদেষ্টা, মুক্ত আসর, বাংলাদেশ ৪. প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সভাপতি, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি, বাংলাদেশ ৫. সৈয়দ হাসমত জালাল, সাংবাদিক, লেখক, ভারত ৬.ডা.আহমেদ হেলাল, সহযোগী অধ্যাপক, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি ৭. নুরুন আকতার, যুগ্ম সচিব, বাংলাদেশ সরকার এবং সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি ৮. আবু সাঈদ, সভাপতি ও প্রতিষ্ঠাতা, মুক্ত আসর, বাংলাদেশ ৯. সোমঋতা মল্লিক, সভাপতি ও প্রতিষ্ঠাতা, ছায়ানট (কলকাতা), ভারত সঞ্চালনা : অধ্যাপক ড. আবেদা সুলতানা, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি প্রথম অধিবেশন ১৯ ফেব্রুয়ারি, ২০২১ (শুক্রবার) বাংলাদেশ সময় : রাত ৮.৩০– ৯.৩০ ভারতীয় সময় : রাত ৮.০০-৯.০০ আলোচ্য বিষয়: বাংলা ভাষার চর্চা ও বিকাশ অতিথি: জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ ড. শুভ্র দত্ত, যুক্তরাষ্ট্র সালাউদ্দিন আহমেদ, নজরুল সংগীতশিল্পী, বাংলাদেশ সঞ্চালনা: সোমঋতা মল্লিক, সভাপতি ও প্রতিষ্ঠাতা, ছায়ানট (কলকাতা), ভারত ।
দ্বিতীয় অধিবেশন ২০ ফেব্রুয়ারি, ২০২১ (শনিবার) বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭.০০-৮.০০ ভারতীয় সময় : সন্ধ্যা ৬.৩০-৭.৩০ প্রবন্ধ পাঠ: অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা-প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-এর অধ্যাপক সঞ্চালনা : শান্তা তাওহিদা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সভাপতিমণ্ডলীর সদস্য,বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি।
তৃতীয় অধিবেশন ২০ ফেব্রুয়ারি, ২০২১ (শনিবার) বাংলাদেশ সময় : রাত ৮.৩০-৯.৩০ ভারতীয় সময় : রাত ৮.০০-৯.০০ আলোচ্য বিষয়: গণমাধ্যমে বাংলা ভাষার প্রসার অতিথি: মঞ্চ ও টেলিভিশন ব্যক্তিত্ব খ. ম হারুন,বাংলাদেশ শিল্পী রহমান, অষ্ট্রেলিয়া নজরুল সংগীতশিল্পী ও শব্দসৈনিক বুলবুল মহালনবীশ, বাংলাদেশ সঞ্চালনা: সোমঋতা মল্লিক, সভাপতি ও প্রতিষ্ঠাতা, ছায়ানট (কলকাতা), ভারত।
চতুর্থ অধিবেশন ২০ ফেব্রুয়ারি, ২০২১ (শনিবার) বাংলাদেশ সময় : রাত ৯.৩০-১০.৩০ ভারতীয় সময় : রাত ৯.০০-১০.০০ আলোচ্য বিষয়: মাতৃভাষা শিক্ষা, চর্চা ও বাস্তবায়ন ( আদিবাসী ভাষা) * মথুরা বিকাশ ত্রিপুরা,গবেষক ও উন্নয়ন কর্মী * শুভ্র জ্যোতি চাকমা, গবেষক *হাসিনুল ইসলাম, নৃ-তাত্বিক ভাষা গবেষক সঞ্চালনা: শায়লা রহমান, শিক্ষক ও সংগীতশিল্পী, মুক্তবন্ধু, মুক্ত আসর।
পঞ্চম অধিবেশন ২১ ফেব্রুয়ারি, ২০২১ (রোববার) বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭.০০–৮.০০ ভারতীয় সময় : সন্ধ্যা ৬.৩০– ৭.৩০ আলোচ্য বিষয়: নিজ ভাষার গুরুত্ব ও তাৎপর্য অতিথি: ড. রেজাউল করিম, আসাম, ভারত ওয়াল্টার ভিয়ানোয়েভা, পেরু মুকেশ শ্রেষ্ঠা, নেপাল হাবিব বাবুল, জার্মানি সঞ্চালনা: এএইচএস মোহাম্মদ, অনুবাদক ষষ্ঠ অধিবেশন ২১ ফেব্রুয়ারি, ২০২১ (রোববার) বাংলাদেশ সময় : রাত ৮.৩০–৯.৩০ ভারতীয় সময় : রাত ৮.০০–৯.০০ আলোচ্য বিষয়: শিক্ষা বিস্তারে বাংলা ভাষার ভূমিকা অতিথি: অধ্যাপক ড. বদরুল হুদা খান, ই-লার্নিং বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, লেখক ও পরামর্শক, যুক্তরাষ্ট্র মানিক মোহাম্মদ রাজ্জাক, গবেষক ও লেখক , বাংলাদেশ শহীদ করির পলাশ, নজরুল সংগীতশিল্পী, বাংলাদেশ সঞ্চালনা: সোমঋতা মল্লিক, সভাপতি ও প্রতিষ্ঠাতা, ছায়ানট (কলকাতা), ভারত সপ্তম অধিবেশন ২২ ফেব্রুয়ারি, ২০২১ (সোমবার) বাংলাদেশ সময় : সন্ধ্যা ৭.০০-৮.০০ ভারতীয় সময় : সন্ধ্যা ৬.৩০-৭.৩০ আলোচ্য বিষয়: রুশ ও ইংরেজি ভাষায় নানামাত্রিক চর্চা অতিথি ভিক্টোরিয়া চারকিনা, শিক্ষাবিদ, রাশিয়া প্রিয়জিৎ সরকার দেব, যুক্তরাজ্য সঞ্চালনা: নাফিজা মৌ, মুক্তবন্ধু মুক্ত আসর সমাপনী অধিবেশন ২২ ফেব্রুয়ারি, ২০২১ (সোমবার) বাংলাদেশ সময় : রাত্রি ৮.০০–৯.০০ ভারতীয় সময় : রাত ৭.৩০-৮.৩০ অতিথি: ১. পঙ্কজ সাহা, বিশিষ্ট সাংবাদিক ও শব্দসৈনিক, ভারত ২. অধ্যাপক ড. এমএসএ মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ৩. কবি শামীম আজাদ, লন্ডন ৪. অধ্যাপক ড. এমরান জাহান, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি, বাংলাদেশ ৫. আবু সাঈদ, সভাপতি ও প্রতিষ্ঠাতা, মুক্ত আসর, বাংলাদেশ ৬. সোমঋতা মল্লিক, সভাপতি ও প্রতিষ্ঠাতা, ছায়ানট (কলকাতা), ভারত সঞ্চালনা: ড. কাজী সামিও শশী, প্রশিক্ষক, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি, বাংলাদেশ ।
শুদ্ধস্বর/বি এস
More Stories
প্রয়োজনে প্রতি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: তাপস
শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছেন: কৃষিমন্ত্রী
রাজধানীতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল