গণমাধ্যম ব্যবহার করে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান যথাযথভাবে কথা বলেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা মিডিয়া ষড়যন্ত্র নিয়ে কাজ করছে। তারা যতগুলো তথ্য দিয়েছে তার বাস্তবভিত্তি নেই। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে একটা মিডিয়ার মাধ্যমে। কিছু মানুষকে বিভ্রান্ত করা জন্য।
তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডা. আবদুল মোমেন প্রথম দিনই বলেছেন, এটা পর্যবেক্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
More Stories
অবশেষে ‘মাদানী’ উপাধি ব্যবহারের কারণ জানালেন সেই বক্তা
দেশের যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন খালেদা
মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রাবন্তীর