চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন আরও ২ হাজার ১২ জন রোহিঙ্গা। চট্টগ্রাম বোট ক্লাব থেকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নৌবাহিনীর ৫টি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা হন।
এর আগে গতকাল রবিবার ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছান তারা।
জানা গেছে, চতুর্থ দফায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের করা হবে। চলতি মাসের শেষের দিকে পঞ্চম দফায় উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের আরও একটি দলকে স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
More Stories
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই
মঙ্গলগ্রহের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড
বিএনপি ভেবে আ’লীগ কর্মীদের লাঠিচার্জ, ২ এসআই প্রত্যাহার