কক্সবাজার জেলার কুতুবদিয়ায় একটি মালবাহি কার্গো বোট কর্ণফুলিতে ডুবে গিয়ে ৩ জন নিখোঁজ রয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কর্ণফুলীর মুখে ডুবে যায় মালবাহি কার্গো বোটটি। সাইয়েদুল করিম, কাশেম, অর্পন নামের ৩জন মাঝি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ইসলাম মাঝি।
জানা গেছে, বড়ঘোপ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি জকরিয়া সওদাগরের মাল ভর্তি কার্গোবোট সোমবার ভোর ৪ টার দিকে কর্ণফুলীর মুখে ডুবে যায়।
More Stories
কারাগারের চারতলা ভবন থেকে লাফিয়ে পালিয়েছেন রুবেল
তিন জেলাসহ ২ বিভাগে বৃষ্টির আভাস
নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ